চুরি না করার প্রমাণ দিতে চাটতে হলো উতপ্ত লোহা!

0
চুরি না করার প্রমাণ দিতে চাটতে হলো উতপ্ত লোহা!

চায়ের কেটলি চুরির অভিযোগে প্রচন্ড অত্যাচার করা হয় এক কিশোরকে। বারবার চুরি করার অভিযোগ মিথ্যা বললেও মন ভরেনি নির্যাতনকারীর। শেষ পর্যন্ত কিশোরকে নিরপরাধ প্রমাণ দিতে বলা হলো জিহ্বা দিয়ে উতপ্ত লোহা চেটে দেখাতে।

ভয়ংকর এ প্রমাণ দিতে কিশোর রাজি হয়নি। এতে তাকে জোর পূর্বক চাটানোর কাজ করানো হয়। ফলশ্রুতিতে মারাত্মকভাবে পুড়ে যায় ওই কিশোরের জিহ্বা।

অমানবিক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানে। অমানবিক নির্যাতনের শিকার কিশোরটি একজন গরিব রাখাল। নাম তেহসিব। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার পর মামলার ভিত্তিতে রাখাল কিশোরের ওপর এমন অমানবিক অত্যাচারের ঘটনায় পাকিস্তানের বর্ডার মিলিটারি পুলিশ জড়িত সিরাজ, আব্দুল করিম ও মোহাম্মদ খান নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত তেহসিবের বাবা জান মোহাম্মদ।

কিশোরের বাবা সংবাদমাধ্যমকে বলেন, তেহসিবকে তেহসিল সদর দপ্তরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি ওই তিন ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে মামলা করেছেন।