জগন্নাথের প্রথম বর্ষের ভর্তি ফি কমানো হলো

0
জগন্নাথের প্রথম বর্ষের ভর্তি ফি কমানো হলো

২০১৭-১৮ সেশনের ১ম বর্ষের ভর্তি ফি কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সংশোধিত ভর্তি নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

জগন্নাথের প্রথম বর্ষের ভর্তি ফি কমানো হলো

জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ২০১৭-১৮ সেশনের ১ম বর্ষের ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়। এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদ  (‘বি’ ইউনিট) , ব্যবসায় শিক্ষা অনুষদ (‘সি’ ইউনিট) ,সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট ) ভর্তি ফি ১২ হাজার ৪০০ টাকা এবং বিজ্ঞান অনুষদ (‘এ’ ইউনিটের) ভর্তি ফি ১৪ হাজার ৪০০ টাকা বলা হয়। এতে করে ২০১৬-১৭ সেশনের থেকে ২০১৭-১৮ সেশনে দুই হাজার টাকা ভর্তি ফি বৃদ্ধি করা হয়। শিক্ষার্থীদের প্রথম বর্ষের ভর্তি ফি দুই হাজার টাকা বৃদ্ধি করা হলে  বিষয়টি এ প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনলে তারা প্রথমে বলেন একাডেমিক কাউন্সিলে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। পরে বলেন ভর্তি ফি বৃদ্ধি করা হয়নি।

বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে এ বিষয়ে জানতে চাওয়া তিনি মুঠোফোনে কথা বলতে রাজি হননি।

পরবর্তীতে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ভর্তি ফি সংশোধন করে নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি দেয়া হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদ ( সংগীত, নাট্যকলা, চারুকলা বিভাগ ব্যতীত), ব্যবসায় শিক্ষা অনুষদ (‘সি’ ইউনিট) সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি ফি ১০ হাজার ৪০০ টাকা এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি ফি ১২ হাজার ৪০০ টাকা এবং সংগীত, নাট্যকলা, চারুকলা বিভাগের ১১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে