জানা গেল নেইমারের কান্নার কারণ

0
জানা গেল নেইমারের কান্নার কারণ

শুক্রবার সেন্ট পিটার্সবার্গের ম্যাচে নেইমারকে ৩ রূপে দেখা গেছে। প্রথমটি ম্যাচের ৭৮ মিনিটে। পেনাল্টি পেতে নেইমারের অভিনয় এবং পেনাল্টি আদায় করে নেওয়া। যদিও ভিডিও রেফারি তা নাকোচ করে দেয়। পরে ম্যাচের ৯৭ মিনিটে গোল করতে অভ্যস্ত সেই চিরচেনা নেইমার। আর ম্যাচের শেষ বাঁশি বাজার পর শিশুসুলভ কান্না করা নেইমার।

অনেকে ম্যাচ শেষে নেইমারের কান্নায় অবাক হয়েছেন। নেইমার নিন্দুকেরা মন্তব্য করা শুরু করেন যে, পেনাল্টি পেতে করা অভিনয় ঢাকতে কেঁদে দেন নেইমার। কেউ কেউ মনে করেন, এটাও নেইমারের নতুন অভিনয়। আর নেইমার ভক্তরা মনে করেন, ২০১৪ সালের তিক্ত বিশ্বকাপ স্মৃতির পর এই গোল তাকে কান্না করিয়েছে। কারো কারো মতামত ছিল সুইজারল্যান্ড ম্যাচের পর নেইমারের ওপর যে চাপ ছিল সেটা থেকে মুক্তিই তার কান্নার কারণ।

এ প্রসঙ্গ নিয়ে থিয়াগো সিলভা বলেন, ‘সে স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময়ও কাঁদছিল। ও একটু বেশি আবেগি।’ নিজের সেই আবেগের কথা নেইমার তার ইনস্টাগ্রামে উল্লেখ করেছেন। জানিয়েছেন ম্যাচ শেষে হাঁটু মুড়ে বসে ওভাবে কান্না করার কারণ।

এইদিকে নেইমার লিখেছেন, ‘সকলেই জানেন, আমি কী পরিমাণ চাপে ছিলাম। আমার কান্নাটা আনন্দের। আমার জীবনে অনেক বাধা এসেছে। সেগুলোকে অতিক্রম করার মধ্যে একটা আনন্দ আছে। আমি সেই আনন্দে কেঁদেছি।’ তবে এক ম্যাচে গোল করেই এতো আনন্দ বা কান্নার কোন কারণ নেই। নেইমার জানেনও সেটা। তিনি বলেন, ‘তবে আমার স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। এখনও আমি স্বপ্নের পিছনে ছুটছি। স্বপ্নপূরণ না হওয়া পর্যন্ত আমি থামব না।’