জেনে নিন আপনি কেমন ফেসবুক ইউজার

0
ফেসবুক ইউজার

আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিনত হয়েছে। তারমধ্যে ফেসবুকের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। এখন এই ফেসবুক নানান মানুষ নানা উদ্যেশ্যে চালায়। কিন্তু আপনি কোন উদ্দেশ্য চালান? নিচের দশটি প্রশ্নের উত্তর দিয়ে জেনে নিন আপনার ফেসবুকে থাকার উদ্দেশ্য।
ফেসবুক ইউজার
প্রশ্ন-১: চব্বিশ ঘন্টা ফেসবুকে অনুপস্থিত থাকলে-
ক. তেমন কিছুই মনে হয়না।
খ. অস্থির অস্থির লাগে।
গ. শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।
ঘ. নিজেকে একা লাগে।

প্রশ্ন-২: ফেসবুকে কার সাথে সবচে বেশি চ্যাট করেন?
ক. প্রেমিকা।
খ. বন্ধু।
গ. ক্রাশ।
ঘ. ফ্রেন্ডলিস্টে বিপরীত লিঙ্গের যতজন আছে সবাইকে নক দিয়ে চ্যাট করার ট্রাই করি।

প্রশ্ন-৩: দিনে কয়টি স্ট্যাটাস দেন।
ক. অনিয়মিত। কখনো দেয়া হয় কখনো হয়না।
খ. কমপক্ষে একটা।
গ. একের অধিক।
ঘ. গোনার জন্য ক্যালকুলেটর লাগবে।

প্রশ্ন-৪: আপনি মানুষের পোস্টে কোন কমেন্টটি বেশি করেন?
ক. নাইস পিক।
খ. সেরা ভাই সেরা।
গ. আপনার কাছ থেকে এটা আশা করিনি।
ঘ. তেমন একটা কমেন্ট করা হয় না।

প্রশ্ন-৫: যে রিয়্যাক্টটি দিতে আপনি সবচে বেশি পছন্দ করেন?
ক. স্যাড।
খ. লাভ।
গ. হাহা।
ঘ. ওয়াও।

প্রশ্ন-৬: ফেসবুকে আপনি কোনধরনের পোস্ট বেশি করেন?
ক. শুধু নিজের ছবি।
খ. ফানি স্ট্যাটাস।
গ. রোমান্টিক/ হতাশামূলক পোস্ট।
ঘ. খাওয়া থেকে ঘুম পর্যন্ত দৈনন্দিন সমস্ত কাজের বর্ননা।

প্রশ্ন-৭: কেউ আপনার ছবিতে হাহা রিয়্যাক্ট দিলে কি করেন?
ক. একবার দেখে এড়িয়ে যান।
খ. খুব মন খারাপ করেন।
গ. প্রতিশোধ নেয়ার জন্য তার টাইমলাইনের যাবতীয় পোস্টে হাহা দিয়ে আসেন।
ঘ. লাইফের প্রতি হতাশ হয়ে পড়েন।

প্রশ্ন-৮: আপনার বায়োতে একবারের জন্যও যে লাইনটা ছিলো-
ক. ১০১ শব্দ নিজেকে বর্ননা করার জন্য যথেষ্ট না।
খ. ওয়াও তুমি আমার প্রোফাইল দেখতেছ?
গ. আই এম নোবডি, আমি কেউ না।
ঘ. বায়ো কয়দিন পর পর চেঞ্জ হয়।

প্রশ্ন-৯: কোন ধরনের গ্রুপে বেশি সময় দেন?
ক. ফুড গ্রুপে।
খ. ক্রাশ এন্ড কনফেশন গ্রুপে।
গ. ফানি গ্রুপে।
ঘ. খেলাধুলার গ্রুপে।

প্রশ্ন-১০: ফেসবুকে কোনো নতুন ইস্যু ভাইরাল হলে আপনি যেধরনের স্ট্যাটাস দেন।
ক. বিষয়টা সম্পর্কে তথ্যবহুল, এবং মানুষের কি করা উচিত; এই সংক্রান্ত।
খ. ইস্যুটা নিয়ে ট্রল পোস্ট।
গ. মানুষের খেয়ে দেয়ে কাজ নেই আজাইরা একটা ইস্যু নিয়ে পড়ে আছে টাইপ আক্ষেপমূলক স্ট্যাটাস।
ঘ. আমিই কি একমাত্র ব্যক্তি যে এই ইস্যুতে কোনো পোস্ট দেইনি, শীর্ষক স্ট্যাটাস।

দেখে নিন কোন অপশনে কত স্কোর।

স্কোর:
প্রশ্ন-১: ক- ৫, খ- ১৫, গ- ১০, ঘ- ২০
প্রশ্ন-২: ক- ১৫, খ- ৫ ,গ- ১০, ঘ- ২০
প্রশ্ন-৩: ক- ৫, খ- ১০, গ- ১৫, ঘ- ২০
প্রশ্ন-৪: ক- ১৫, খ- ২০, গ- ১০, ঘ- ৫
প্রশ্ন-৫: ক- ৫, খ- ১৫, গ- ২০, ঘ- ১০
প্রশ্ন-৬: ক- ৫, খ- ১০, গ- ১৫, ঘ- ২০
প্রশ্ন-৭: ক- ৫, খ- ১৫, গ- ১০, ঘ- ২০
প্রশ্ন-৮: ক- ৫, খ- ১৫, গ- ১০, ঘ- ২০
প্রশ্ন-৯: ক- ১০, খ- ১৫, গ- ২০, ঘ- ৫
প্রশ্ন-১০: ক- ১০, খ- ২০, গ- ৫, ঘ- ১৫

এবার আপনার স্কোরগুলো যোগ করুন, এবং ফলাফল দেখুন।

৫০-৮০: আপনার স্কোর যদি ৫০ থেকে আশির ভেতর হয় তবে আপনি খুব বেশি ফেসবুকে থাকেন না। মাঝে মাঝে লগ ইন করেন। বলা যায় অনিয়মিত ইউজার। যেটা আজকাল আর এই জেনারেশনের মাঝে দেখা পাওয়া যায়না। সো আপনি কি বুঝতে পারছেন, আপনি একটি বিলুপ্তপ্রায় প্রজাতি? আপনি যেখানেই থাকুন না কেন, খুব দ্রুত কাছের জাদুঘরে চলে যান। ওখানে সাজিয়ে রাখার জন্য আপনাকে দরকার।

৮০-১২০: আপনি মানুষ হিসাবে খুব ফানি। সেন্স অফ হিউমার বেশ ভালো। আর স্বভাবগত কারনে তাই আপনি ফেসবুক চালান জাস্ট মজা নেয়ার জন্য। সব বিষয়েই মজা করেন। যেটার জন্য মাঝে মাঝে ঝামেলাতেও পড়তে হয়। মজা করা ভালো, তবে পরিমিতি বজায় রাখুন। অন্যের সিরিয়াস স্ট্যাটাসে হাহা দিলে ব্লক তো খেতেই হবে।

১২০-১৬০: আরেব্বাস আপনি তো দেখি একজন প্রেমিক পুরুষ, অথবা প্রেমিকা নারী। আপনি ফেসবুকে আসেন হয় প্রেমিক /প্রেমিকার সাথে কথা বলতে, অথবা প্রেমিক প্রেমিকা খুজতে। কিন্তু ভাই এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যম, কোনো ভালোবাসা খোজার জায়গা না। এখানে প্রেম ভালোবাসা বিষয়ে সিরিয়াস হলে পরে আপনাকে পস্তাতে হতে পারে।

১৬০-২০০: ভাইরে আপনি একটা জিনিস। ফেসবুক আপনার ধ্যান-জ্ঞান, জীবন-মরন, লক্ষ্য-উদ্দেশ্য, সবকিছু।
আপনি খেতে খেতে, পড়তে পড়তে, এমনি ঘুমের মাঝে স্বপ্নেও ফেসবুক চালান। আপনার কাছে রিয়েল লাইফ বলে কিচ্ছু নাই। পুরোটাই ভার্চুয়াল। আপনি ফেসবুকহলিক। এভাবে চলতে থাকলে আপনার ভবিষ্যত অন্ধকার। সুতরাং সময় থাকতেই সাবধান হোন। ধন্যবাদ।

লেখকঃ Sohail Rahman

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে