ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে- সরকারি কাজে সাধারন মানুষের হয়রানি বন্ধ, মানুষের শহরে আসার প্রবণতা কমিয়ে আনতে গ্রামে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা, সুশাসন প্রতিষ্ঠা করা, অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখা।
প্রধানমন্ত্রীর মাদক ব্যবসা, মাদক চোরাচালান ও এর অপব্যবহার বন্ধ করতে কঠোর হওয়ার নির্দেশ দেন।
এছাড়া ভোক্তা অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ দেন তিনি।
জঙ্গিবাদ ও সন্ত্রাস এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সংগঠক, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ, এনজিও কর্মীসহ সমাজের সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।