টাঙ্গাইলে গরুর লাথি খেয়ে একজন আহত

0
টাঙ্গাইল

টাঙ্গাইলের পশু কোরবানির সময় এবং মাংস কাটার সময় দুটি পৃথক ঘটনায় ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গরুর লাথি খেয়ে একজন নারী গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত নারীর বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে। তাঁর নাম শুভ খাতুন (৩৫)। আহতের ছেলে রফিকুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১টার দিকে কোরবানির জন্য একটি গরু মাঠে নেওয়ার সময় গরুর আচমকা লাথির আঘাতে তাঁর মা শুভ খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে একই উপজেলায় মাংস কাটার সময় চাপাতির কোপে একজনের আজত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার কচুয়া গ্রামের নজরুল ইসলাম (৩০) কোরবানির গরু জবাইয়ের সময় চাপাতির কোপে বাম হাতের তর্জনী কেটে পড়ে যায়। প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও গুরুতর হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল জানান, শুধু মাংস কাটতে গিয়ে আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মোট ১১ জন চিকিৎসা নিয়েছেন।