টি-টোয়েন্টিতে একমাত্র খেলোয়াড় ব্রাভোর ৪০০ উইকেট

0
টি-টোয়েন্টিতে একমাত্র খেলোয়াড় ব্রাভোর ৪০০ উইকেট

ওয়েস্ট ইন্ডিজ তারকা  ডোয়াইন ব্রাভো টি-টোয়েন্টিতে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৪০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। গতকাল বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেন এবং মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার বিগ ব্যাশের ম্যাচের আগে ৪০০ উইকেট থেকে ৫ কদম দূরে ছিলেন ব্রাভো।

টি-টোয়েন্টিতে একমাত্র খেলোয়াড় ব্রাভোর ৪০০ উইকেট

দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন রেনেগডসের হয়ে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে ২৮ রানে ৫ উইকেট নিয়ে মাইলফলক গড়েন ব্রাভো।

খেলতে নেমে নিজের প্রথম তিন ওভারে দুই উইকেট নেন ব্রাভো। এরপর ব্যক্তিগত চতুর্থ এবং ইনিংসের শেষ ওভারে একে একে জোফ্রা আর্চার, ক্যামেরন বয়সে এবং ম্যাথু ওয়েডকে আউট করে ৪০০ উইকেট পূর্ণ করেন এই ক্যারিবিয়ান বোলার।

স্বীকৃত টি-টোয়েন্টি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী লাসিথ মালিঙ্গা ব্রাভোর চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন। শ্রীলঙ্কান পেসারের উইকেটসংখ্যা ৩৩১টি। ৩০৭ উইকেট নিয়ে ব্রাভোর স্বদেশি সুনির নারিন রয়েছেন তিন নম্বরে। বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ২৯২ উইকেট নিয়ে চার নম্বরে রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে