‘বঙ্গবন্ধু-১’-এর উৎক্ষেপণ উদযাপনে কাউন্টডাউন উৎসব আগামী মার্চে

0
‘বঙ্গবন্ধু-১’-এর উৎক্ষেপণ উদযাপনে কাউন্টডাউন উৎসব আগামী মার্চে

সরকার আগামী ১ মার্চ থেকে সারাদেশে মাসব্যাপী কাউন্টডাউন উৎসব করবে দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’-এর উৎক্ষেপণ উদযাপনের জন্য। এই উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের স্যাটেলাইট ওনার্স ক্লাবের ৫৭তম সদস্য হিসেবে আবির্ভাবের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এ্ই পরিকল্পনা নেয়া হয়েছে।

‘বঙ্গবন্ধু-১’-এর উৎক্ষেপণ উদযাপনে কাউন্টডাউন উৎসব আগামী মার্চে

গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাসসকে বলেন, ‘কক্ষপথে নিজস্ব স্যাটেলাইট স্থাপনের দিনটিকে অনেক বেশি স্মরণীয় করে রাখার জন্য এই কাউন্টডাউন উৎসবের আয়োজন করা হবে।’

তিনি বলেন, বাংলাদেশ মহাকাশ বিজয় করতে যাচ্ছে এটি একটি বড় অর্জন, যা প্রতিটি শিশুর জন্যই হবে অত্যন্ত আনন্দদায়ক।

স্যাটেলাইট উৎক্ষেপণের দিনক্ষণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘স্পেসএক্স থেকে চূড়ান্ত নিশ্চয়তা পাওয়ার পরই আমরা তা জানাবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফিতা কাটবেন। এ উপলক্ষে সোর্সএক্স-এর আদলে বিআইসিসি মিলনায়তনটি সাজানো হবে।

এই কর্মসূচির অংশ হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ উপজেলা পর্যায়, বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকায়ও বিলবোর্ড, বিশাল পর্দা ও কাউন্টডাউন বোর্ড স্থাপন করা হবে যাতে চূড়ান্ত উৎক্ষেপণ সম্পর্কে মানুষ অবগত হতে পারে।

তারানা হালিম বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূর্তটি যাতে দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ করতে পারে তার জন্য সকল পর্যায় উৎক্ষেপণের জন্য সরাসরি সম্প্রচার করবো।’

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে