ট্রাম্প শ্রমিকদের ন্যায্য হিস্যা দিতে ব্যর্থ হয়েছেঃ জোয়ে কেনেডি

0
জোয়ে কেনেডি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত প্রথম স্টেট ইউনিয়নের ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সব সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন। তবে দেশটির বিরোধী ডেমোক্র্যাট দলের নেতা জোয়ে কেনেডি দাবি করেছেন, ট্রাম্পের অর্থনীতি শ্রমিকদের ন্যায্য হিস্যা দিতে ব্যর্থ হয়েছে।
জোয়ে কেনেডি
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, স্টেট ইউনিয়ন ভাষণে ট্রাম্প দাবি করেছেন, গত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে। তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য নতুন সময়। আমেরিকান স্বপ্ন নিয়ে বাঁচার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।’ তবে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জোয়ে কেনেডি বলেন, ‘এটাই বলা কি সমীচীন নয় যে, তিনি জ্যাকেট না পরে, ঠোটে একগাদা লিপিস্টিক লাগিয়েছেন? তার ঠোটগুলো চকচক করছে! যে অর্থনীতির বড়াই তিনি করছেন তা শ্রমিকদের ন্যায্য হিস্যা দিতে ব্যর্থ হয়েছে।’

স্টেট ইউনিয়ন ভাষণে ট্রাম্প তার নির্বাচনি প্রচারাভিযান দলের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগের বিষয়ে তেমন কিছুই বলেননি। বিষয়টি ইঙ্গিত করে কেনেডি বলেন, ‘রাশিয়া আমাদের গণতন্ত্রে হাঁটু গেড়ে বসেছে। আজ রাতে রাশিয়ার সম্পর্কে আমরা এই বিষয়টিই জানতে পারলাম।’

অভিবাসন-সীমান্ত আর জাতীয় নিরাপত্তা প্রশ্নে কঠোর অবস্থানের মধ্য দিয়ে বিভক্তিকে স্পষ্ট করে ট্রাম্প রিপাবলিকান-ডেমোক্র্যাট সমন্বিত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে কেনেডি বলেন, ‘এটা ঠিক নয়। আমরা মোটেও এমন নই। বিভক্ত রাজনীতির কারণে গত বছর জুড়ে চলা বিশৃঙ্খলা এবার সহজেই খারিজ করে দেওয়া যেত। কিন্তু এখন অবস্থা আরও বেশি খারাপ হলো।’

ট্রাম্পের নাম উল্লেখ না করেই জোয়ে কেনেডি অভিযোগ করেন, ‘একটি প্রশাসন আমেরিকান শপথ ভঙ্গ করেছে। তারা মার্কিনিদের জীবনকে জুয়া খেলায় পরিণত করে ফেলেছে যেখানে একজন জিতবে আর আরেকজনকে অবশ্যই হারতে হবে।’ তিনি আরও বলেন, ‘একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। খনি শ্রমিক থেকে একক মা, উপকূল থেকে মূল ভূখণ্ড সবাই এই ক্ষতির শিকার।’ শীর্ষস্থানে থাকা ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা জোর করে বজায় রাখা হয়েছে বলেও বর্ণনা করেন তিনি।  সে সময় ‍তৃতীয় লিঙ্গের শিশু ও মাদকাসক্তদের বাবা-মায়ের সম্পর্কেও কথা বলেন কেনেডি।

ট্রাম্প তার ভাষণে ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্যের ব্যাপারে বলেন, ‘এক লক্ষ্যে কাজ করতে আজ আমি আমাদের সব বিভেদ সরিয়ে রাখার পক্ষে বলছি। ডাক দিচ্ছি ঐক্যের।’ তিনি বলেন, ‘আমাদের জনগণের যা প্রাপ্য, অর্থনীতির জন্য যা প্রয়োজন, সেই নিরাপত্তা, দ্রুততা, নির্ভরযোগ্যতা এবং আধুনিক অবকাঠামো দেওয়ার বিষয়ে উভয় দলকে এক হওয়ার আহ্বান জানাই।

আর কেনেডি বলেন, অত্যাচারীরা আঘাত করতে পারে, বড় জোর দাগ রেখে যেতে পারে। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনও এমনকি একবারের জন্যও জনগণের শক্তি ও চেতনার সঙ্গে মিলে নিজেদের ভবিষ্যতকে নিরাপদ করতে পারেনি।’