ডেমরায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের আটজন দগ্ধ

0
একই পরিবারের আটজন দগ্ধ

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে নারী, শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

একই পরিবারের আটজন দগ্ধ

গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে আজ সোমবার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান প্রতিবেশীরা।

দগ্ধ ব্যক্তিরা হলেন আলমগীর (৪৮), তাঁর স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে রিমন (১৬), শিপন (১০), তাসিন (২), আলমগীরের ভাতিজি রত্না (১৮), তাঁর স্বামী তোফায়েল (২২) ও তাঁদের আত্মীয় আরিফ (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ আটজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে