ডোমেইন কী ? কেন ? বিস্তারিত জানুন

0
ডোমেইন

® ডোমেইন কী ?
এ প্রশ্ন করলে খুব সহজে বলা যায় যে এটি একটি নাম,ঠিকানা, স্থান।যেমন ধরুন আমার নাম আব্দুর রহিম ,আমাকে এ নামে ডাকলে আমি সাড়া দেবো । তেমনি ইন্টারনেট জগতে আপনি যখন কোন ডোমেইন নিবেন তখন সে নামে সার্চ( যে কোন কন্টেন্ট সার্চ করলেও আসতে পারে কিন্তু সেটি ভিন্ন প্রসঙ্গ) করলে সেই ডোমেইন টি আসবে ।
ডোমেইন
® টপ লেভেল ডোমেইন কাকে বলে?

টপ লেভেল ডোমেইন বলে যেমন google.com, offerage.com ,prothom-alo.com , .net, org, ,info,biz হচ্ছে টপ লেভেল ডোমেইন ।

ডোমেইন এর মূল মালিক কে ? এটি মূলত একটি সংস্থা পরিচালনা করে যেটি যুক্তরাষ্টের, নাম ICANN ,তবে একে অনেকেই নিয়ন্ত্রক সংস্থা বলেন। কিন্তু কেনার পর ক্রেতাই এর মালিক ।

® ডোমেইন একবার কিনলেই হলো নাকি সারাজীবন?

ডোমেইন সাধারণত একবছরের জন্য মানুষ কেনে তবে চাইলে আপনি অনেক বছরের জন্য কিনতে পারনে । যত বছরের জন্য আপনি কিনবেন তত বছরের জন্য আপনি মালিক থাকবেন । এক প্রকার ভাড়া বলা যায় ।

® ডোমেইন চেক করবেন কিভাবে?

ডোমেইন সার্ভিস কোম্পানির ওয়েবসাইট এ চেক করতে পারেন আবার Who.is এও করতে পারেন । আবার ডোমেইন প্রোভাইডার কোম্পানিকে বললে তারাই চেক করে দিবেন ।

® এর আগে কেউ ব্যবহার করেছিল কিনা ?

আপনি যে ডোমেইন টি কিনবেন সেটি এর আগে কেউ কিনেছিল কিনা কিংবা ব্যবহার করেছে কিনা কিভাবে চেক করবেন তারও ব্যবস্থা আছে। archive.org গিয়ে ডোমেইন নাম দিলে সেখানে দেখিয়ে দেবে ।

® কোন ধরণের ডোমেইন নিবেন?

এটি নির্ভর করছে আপনার ব্যবসার ধরণের উপর । যদি কোম্পানি হয় তাহলে .com , সংস্থা হলে .org , নেটওয়ার্ক প্রতিষ্ঠান হলে .net, ইনফরমেশন হলে .info ব্যাক্তিগত হলে .me, পত্রিকা হলে .news, টিভি হলে .tv তবে আজকাল মানুষ .com কেই বেশি গুরুত্ব দেয় ।

ডোমেইন কিনতে কত টাকা লাগে? ৮০০-২০০০ টাকা । তবে কোম্পানি ভেদে একেক রকম । কিছু কিছু ডোমেইন আছে যেগুলোর দাম বেশি । যেমন .tv

® মাত্র ১০০ টাকাই যে ডোমেইন বিক্রি করে ?

কিছু কিছু কোম্পানি প্রতারণা করে তাই তাদের নিকট থেকে দূরে থাকা উচিৎ। কিছু কোম্পানি অফার দিয়ে থাকে কিন্তু পরবর্তী বছর টাকা বেশি নেবে । কিছু কোম্পানির মার্কেটিং পলিসি।

® ডোমেইন কাদের নিকট থেকে কিনবেন ?

ডোমেইন কেনার সময় বিশ্বস্ত যায়গা থেকে কিনুন নইলে আপনার সাধের ডোমেইন জলে যাবে। শুধু বড় কম্পানি দেখে নয়, যাদের সাথে আপনি সহজে যোগাযোগ করতে পারবেন তাদের থেকে ডোমেইন কিনুন ।

® দেশি কোম্পানি থেকে কিনবেন নাকি বিদেশি?

বিষয়টা দেশি বিদেশি ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ডোমেইন এর EPP Code পাচ্ছেন কিনা । এছাড়া কোম্পানি পরিবর্তন করার সময় ঐ কোম্পানির ইমেইল ভেরিফিকেশন লাগবে । তাই ভেবে কিনুন ।

® অনেকেই বিদেশি কোম্পানি থেকে কিনতে বলে?

হ্যাঁ, অনেকেই কিনতে বলে তার মূল কারণ কিছু প্রতারক অফারের ফাদে ফেলে, ডোমেইন বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করেছে তাই বাংলাদেশের সকল কোম্পানি থেকে দূরে খাকতে বলে।

® বাংলাদেশে ভালো কোম্পানি আছে কিনা ?
১০০% আছে, শুধু আপনাকে খুঁজে নিতে হবে ।

® সব ধরনের ডোমেইন চাইলেই কি কিনতে পারবেন?

না, .gov.bd এ ধরনের ডোমেইন কিনতে পারবেন না । এগুলো শুধু সরকারের জন্য । বিভিন্ন দেশের সরকার তাদের কজের জন্য দেশের নামে ডোমেইন কিনে থাকেন। কিছু ডোমেইন আছে যেগুলো কিনতে পারবনে কিন্তু আবেদন করতে হবে । যেমন .com.bd, .bangla ইত্যাদি ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে