দিবাগত রাতে নিজ গৃহে খুন হলেন বৃদ্ধ দম্পতি

0
দিবাগত রাতে নিজ গৃহে খুন হলেন বৃদ্ধ দম্পতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর মীরবাড়িতে রবিবার দিবাগত রাতে শ্বাসরোধে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
নিহত ওই দম্পতি হলেন-উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর মধ্যরাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময়ে নিহতদের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে এক দল দুর্বৃত্ত ডা. সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে ফেলে। এরপর তাদের শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের কেউই দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেননি।