দুইশতাধিক শিক্ষার্থীকে স্কুলড্রেস বিতরণ

0
দুইশতাধিক শিক্ষার্থীকে স্কুলড্রেস বিতরণ

লক্ষ্মীপুর জেলার রামগতি চরাঞ্চলে দুই শতাধিক শিক্ষার্থীকে নতুন স্কুলড্রেস উপহার দিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য আবদুজ্জাহের সাজু।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার দক্ষিণ-পশ্চিম চর রমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে স্কুলড্রেসগুলো তুলে দেন তিনি। এসময় করোনা সুরক্ষায় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, সহকারী শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার ও চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, করোনা সংক্রমণ রোধে প্রায় দেড় বছর সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে শহরের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারলেও চরাঞ্চলের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে এবং চরাঞ্চলের শিক্ষার্থীরা পড়ালেখায় আগ্রহ হারিয়ে ফেলছে অনেকটা। পড়ালেখায় আগ্রহ ফিরিয়ে আনতে সমাজের বিত্তবানরা এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারেন। ফলে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে অনেক সহায়ক হবে।