মোংলায় ৩নম্বর সতর্ক সংকেত

0
মোংলায় ৩নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও চিংড়ি ঘের তলিয়ে গেছে। জাল ও নেট দিয়ে চাষিরা ঘেরের মাছ আটকে রাখার চেষ্টা করছেন।

অপরদিকে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত পাঁচটি সার ও একটি চালের জাহাজের খালাস বন্ধ রয়েছে। বন্দরে সার, চাল, ক্লিংকার, মেশিনারি ও গ্যাসবাহী ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন গণমাধ্যমকে জানান, বৃষ্টির কারণে সার ও চালের জাহাজের খালাসের কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে কাজ পুনরায় শুরু হবে।