দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

0
নিকোলা সারকোজি

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে। ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজির জয়ের পেছনে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির দেওয়া অর্থের তহবিল ভূমিকা রেখেছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই সারকোজিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এ অভিযোগ নিয়ে ২০১৩ সালে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয় ফ্রান্সে।
নিকোলা সারকোজি
এ তদন্তে নিয়োজিত এক বিচারককে প্রভাবিত করার অভিযোগ রয়েছে সারকোজির বিরুদ্ধে। ওই বিচারকসহ সারকোজিকে বিচারের মুখোমুখি হওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে জানায় দেশটির প্রসিকিউটর। এর আগে হেফাজতে নিয়ে সারকোজিকে জিজ্ঞাসাবাদ করেছিল দেশটির পুলিশ।

এদিকে, লিবিয়ার কাছ থেকে অবৈধ নির্বাচনী তহবিল গ্রহণের অভিযোগকে অদ্ভুত বলে উড়িয়ে দিয়েছেন সারকোজি।