দেশের ‘সার্চ ইংলিশ’ গ্রুপ নিয়ে ফেসবুকের তথ্যচিত্র

0
দেশের 'সার্চ ইংলিশ'গ্রুপ নিয়ে ফেসবুকের তথ্যচিত্র

বাংলাদেশের একটি ফেসবুক গ্রুপ ‘সার্চ ইংলিশ‘, সহজে ইংরেজি শেখাতে এক বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে । সম্প্রতি এ গ্রুপটি নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে ফেসবুক।

দেশের 'সার্চ ইংলিশ'গ্রুপ নিয়ে ফেসবুকের তথ্যচিত্র

এটিই বাংলাদেশের কোনো গ্রুপ নিয়ে ফেসবুকের প্রথম ডকুমেন্টারি।

গত ২৫ অক্টোবর এই ডকুমেন্টারিটি প্রকাশ করা হয়েছে ফেসবুক ফর বিজনেস পেজে। এতে গ্রুপে সদস্যরা কীভাবে ইংরেজি চর্চা করছেন এবং এই গ্রুপটি ইংরেজি শেখায় কীভাবে সহায়ক ভূমিকা পালন করছে, তা তুলে ধরা হয়।

বর্তমানে দেশের অনেক মানুষের মাঝেই ইংরেজিভীতি দেখা যায়। এই ভীতি দূর করে সাধারণ মানুষকে ইংরেজি শিখতে উৎসাহিত করার ক্ষেত্রে বেশ কার্যকর ভূমিকা রাখছে সার্চ ইংলিশ। স্বল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়ার কারণে গ্রুপটি ফেসবুকের নজরে আসে। এরপর ফেসবুকের সিঙ্গাপুর কার্যালয় থেকে চারজনের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে গ্রুপের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারের ভিত্তিতেই পরবর্তীতে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়।

২০১৬ সালের জুন মাসে চালু হওয়া এই গ্রুপটির পেছনে রয়েছেন ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, নেয়ামত উল্যাহ মহান, আবুল খায়ের এবং এস এম মেহেদি।

বর্তমানে গ্রুপটিতে চার লাখের বেশি সদস্য রয়েছেন। গ্রুপের পাশাপাশি সার্চইংলিশ ডটকম নামে একটি ওয়েবসাইটও আছে যেখান থেকে সহজেই ইংরেজি শেখা যাবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে