দেশে অনুমোদন পেল মর্ডানার টিকা

0

ইনসাইড ডেস্ক

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুসারে দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। অষ্টম নাম্বারটি হলো মডার্নার টিকা।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি কর্তৃক সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল এএফপি জানায়েছিল, বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠানো শুরু করবে যুক্তরাষ্ট্র।