দেশে ফিরেছেন হাইতির নিহত প্রেসিডেন্টের স্ত্রী

0

হাইতির গুলিতে নিহত প্রেসিডেন্ট জোভেনেল মোইসের স্ত্রী মার্টিন মোইসে চিকিৎসা শেষে হাইতিতে ফিরেছেন। বাসভবনে এক হামলায় গুলিবিদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে অবতরণ করেন।

জানা যায়, হাইতির পোর্ট-অ-প্রিন্স বিমানবন্দরে বুলেটপ্রুফ জ্যাকেট পরে যুক্তরাষ্ট্র থেকে আসা বিমান থেকে নামার পর মার্টিনকে স্বাগত জানান দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে বিমানবন্দর থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসের নিজ বাসভবনে গত ৭ জুলাই অজ্ঞাত অস্ত্রধারীরা হামলা চালায়। এতে প্রেসিডেন্ট নিহত হলেও তার স্ত্রী মার্টিনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ফ্লোরিডার মিয়ামির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালটিতে প্রায় ১০ দিন ধরে চিকিৎসা নিয়েছেন তিনি।

এদিকে আগামী ২৩ জুলাই প্রয়াত প্রেসিডেন্ট জোভেনেল মোইসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাইতির উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর ক্যাপ হাইতিনে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।