দেশ সেরা ১০ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ টক ২০১৭

0
Startup Talk

Startup Talk 2017
Startup Talk 2017

উদ্যোক্তাদের নিয়ে ই-ক্যাব ইয়্যুথ ফোরাম ও ব্রেকবাইট আয়োজন করছে দিন ব্যাপি কর্মশালা, নতুন উদ্যোক্তাদের পিচ এবং সফল বা সফলতার দিকে এগিয়ে যাওয়া উদ্যোক্তাদের স্টোরি শেয়ারিং।

দিন ব্যাপি এই আয়োজনে এগিয়ে যাওয়ার গল্প গুলো বলতে আসছেন, বিডিজবসের ফাহিম মাসরুর, পাঠাও এর হোসাইন এম ইলিয়াস, চাল ডালের জিয়া আশ্রাফ, সেবা.xyz এর আদনান ইমতিয়াজ, টেন মিনিট স্কুলের আয়মান সাদিক, টিকটকের ওমর শরীফ, সাদমার্ট এর সাদমান সাকিব, CMED এর খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কুকআপস এর নামিরা এবং সিন্দাবাদ ডটকমের জিসান কিংশুক হক.

এছাড়াও থাকছে গুগোল বিজনেস গ্রুপের স্টার্ট উইথ টেকনোলজি ওয়ার্কশপ, তরুর স্কেল উইথ টেকনোলজি, Accfintax এর লিগাল সেশন, স্পার্ক এক্সেলেরেটর এর মার্কেট স্ট্রাটেজি সেশন।

আর ৬০টি এপ্লিকেশন থেকে স্টার্টাপ বুট ক্যাম্পের মাধ্যমে উঠে আসা ১০টি স্টার্ট আপ ও পিচ করবেন সেরা ৩ হওয়ার লড়াইয়ে।
Startup Talk এর দিনব্যাপি আয়োজনের অংশ হতে এখনই রেজিস্ট্রেশন করুনঃ
ইভেন্টের বিস্তারিতঃ https://startup.breakbite.com/
তারিখঃ ৭ই অক্টোবর, সকাল ৯:৩০ থেকে বিকাল ৫:৩০
ভ্যানুঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি ৮/এ, সংকর, ঢাকা।
আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে আছেন লজিস্টিক কোম্পানী টিকটক এবং পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে