বই রিভিউ “অরিজিন” বাই ড্যান ব্রাউন

0

বই রিভিউ : #অরিজিন বাই ড্যান ব্রাউন
রেটিং 2.5/10
শেষ হল।

বুঝতে পারছিনা কি বলা উচিত। বইটা থেকে নতুন কিছু জানলাম না, নতুন কিছু শিখলাম না, কিচ্ছু না।
ড্যান ব্রাউন = কোড + ল্যাংডনের কোড সল্ভিং +নতুন নতুন ইতিহাস +হিস্টরি জানা সবশেষে একটা ট্রুথ বের হবে
অন্তত আমি এতে বিশ্বাসী। কিন্তু পুরো বইয়ে কোড সল্ভিং নেই বললেই চলে। জাস্ট জানতে পারলাম & = E+T. আর কয়েকটা ভাল মিউজিয়াম, আর্টের নাম।origin

আর নতুন কিছু জানতেই পারলাম না। where did we come from? Where are we going.? দুটো প্রশ্নের উত্তর যা পেলাম, তা সবারই জানা কথা, বোঝার কথা।
পুরো বইয়ে টানটান উত্তেজনা নেই বললেই চলে। আমি পুরোপুরি হতাশ এই 407 পেজের বইটা পড়ে।

ওহ হ্যা, বইএর শুরুর পরিচ্ছেদ পড়লে মনে হতে পারে, ড্যান ব্রাউন সাহেব ধর্মের ভিত্তি গুড়ো গুড়ো করে দিবেন। শেষমেষ কিছুইনা, খালি হাইপ ক্রিয়েট ছাড়া কিছুই না।
এই বই অনুবাদ নিয়ে এত্ত কোলাহল!!! আমি পার্সোনালি বলব না কিনতে। কিন্তু যার মনে চায় কিনে ফেলুন। এখানে যা লিখেছি তা শুধু আমার অভিমত। আর হ্যা স্পয়লার কিন্তু কিছুই দিই নি এতে, তাই নিশ্চিন্তে থাকুন।

বইটা এই সিরিজের সবথেকে বাজে বই বলে আমার ধারনা।

লেখক: বিমুগ্ধ সরকার রক্তিম

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে