নওগাঁর রানীনগরে ডোবার পানিতে ডুবে মৃদুল নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়নে কুজাইল গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিশু মৃদুল গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।
জানা যায়, মৃদুল তার সহবয়সীদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। এসময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা মৃদুলের খোঁজ করে। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখা যায়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, “পানিতে ডুবে শিশু মৃদুলের মৃত্যুর সংবাদ পেয়েছি।”