পদত্যাগের কথা বলে প্রধানমন্ত্রীর ধমক খেলেন শিক্ষামন্ত্রী

0
শিক্ষামন্ত্রী

তৃতীয়বারও প্রত্যাখ্যাত হলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আবার পদত্যাগের কথা বলে এবার ধমকই খেলেন প্রধানমন্ত্রীর। প্রাক্তন ছাত্র ইউনিয়নের এই নেতাকে খোঁচাও দিলেন প্রধানমন্ত্রী, বললেন, ‘এটা আওয়ামী লীগ, হারমোনিয়াম পার্টি নয়। এখানে সমালোচনা সহ্য করেই কাজ করতে হয়।’ প্রধানমন্ত্রীর ঘানিষ্ঠ সূত্রগুলো এ খবর নিশ্চিত করেছে।
শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে পদত্যাগের চিন্তা মাথা থেকে নামাতে বলেছেন। বলেছেন, ‘পদত্যাগের চিন্তা বাদ দিয়ে সমস্যার সমাধান করতে।’ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁস বন্ধে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবকে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এ অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর বিভিন্ন ভালো কাজের প্রশংসা করে, তাঁকে বলেছেন, একটা খারপই সব কিছু শেষ করে দেয় না।’ সংশ্লিষ্ট সূত্র মতে, প্রধানমন্ত্রী তাঁর ঘনিষ্ঠদেরও বলেছেন, শিক্ষামন্ত্রী অনেক ভালো কাজ করছেন, একটি ব্যর্থতা সব অর্জনকে ম্লান করে দেয় না।