আজ সকালে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খান পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ এর আকস্মিক ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিকভাবে পিসিবি বলেছে, পদত্যাগপত্রে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
পাকিস্তান দল তিন ওডিআই ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ২৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড সফর করবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজে পাঁচটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে।
“পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ব্যাটিং কোচ ছাড়াই ইংল্যান্ড যাবে এবং ইউনিস খানের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ব্যাটিং কোচ নিয়োগের সিদ্ধান্ত অবশ্যই যথাযথভাবে করা হবে।” পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এই ঘোষণার আগে থেকেই জল্পনা ছিল যে ইউনিস খান এই দ্বায়িত্বে খুশি নন কারণ দল নির্বাচনের বিষয়ে তিনি আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে চান। একটি সূত্রের মতে, পাকিস্তান জাতীয় দল ভবিষ্যতের জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট।
গত বছরের নভেম্বরে ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দুই বছরের চুক্তিতে ইউনিস খানকে নিয়োগ দেওয়া হয়েছিল।
পিসিবির চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান বলেছেন, ইউনিসের মত অসাধারণ ও অভিজ্ঞ বিশেষজ্ঞকে হারানো দলের জন্য দুঃখজনক।
পিসিবির বিবৃতিতে আরো বলা হয়েছে, পিসিবি ও ইউনিস উভয়ই তার চলে যাওয়ার কারণ সম্পর্কে আর কোনও মন্তব্য না করতে রাজি হয়েছেন।
ইউনিস খান ১০ হাজারেরও বেশি রান নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী। পিসিবির সাথে ইউনিসের বৈরিতা অবশ্য নতুন কিছু নয়।
২০০৭ সালে তিনি পিসিবি চেয়ারম্যানের সাথে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক হতে অস্বীকৃতি জানান। আবার ২০০৯ সালে, তার নেতৃত্ব নিয়ে কিছু খেলোয়াড়ের বিদ্রোহের পরে তিনি অধিনায়ক থেকে পদত্যাগ করেছিলেন। অবসরের পর, তিনি পিসিবি কর্তৃক প্রদত্ত নগদ পুরষ্কারও ফিরিয়ে দিয়েছিলেন। কারণ হিসেবে বলেছিলেন তার সাথে বোর্ডের আচরণে তিনি সন্তুষ্ট নন।