প্রতিবছর আপডেট হবে উইন্ডোজ ১১

0

যুক্তরাষ্ট্রের জায়ান্ট সফটওয়্যার নির্মাতা সংস্থা মাইক্রোসফট তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজের প্রত্যকবছর ফিচার আপডেট করার কথা জানিয়েছে। মাইক্রোসফট জানায়, এক বছরে উইন্ডোজ এগারোর একটি করে ফিচার আপডেট করা হয়ে থাকবে। মূলত মাইক্রোসফট ব্যবহারকারীদের সুবিধা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে।

টেক জায়ান্ট সংস্থাটি জানায়, উইন্ডোজ এগারো এর হোম, প্রো, প্রো ফর ওয়ার্কস্টেশন এবং প্রো ফর এডুকেশন এডিশনপর সকল ব্যবহারকারী সার্ভিস কেনার তারিখ থেকে ২৪ মাসের সেবা পাবেন। তবে এন্টারপ্রাইজ ব্যবহারকারী এ সেবা পাবেন ৩৬ মাস। প্রো ফর এডুকেশন এডিশন ব্যবহারকারীদেরও এ সেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ জুন উইন্ডোজ এগারো বাজারে নিয়ে আসে মাইক্রোসফট। কিন্তু প্রকাশ হওয়ার পূর্বেই নতুন প্রজন্মের উইন্ডোজটি বাজারে ফাঁস হয়ে যায়। সেখান থেকে জানা যায়, নতুন এই উইন্ডোজে আনা হয়েছে বহু পরিবর্তন। বিশেষত স্টার্ট মেনুতে রাখা রয়েছে ফাইল এক্সপ্লোরার। এর ফলে সব অ্যাপ খুঁজে পাওয়ায় সুবিধা পাওয়া যাবে।