প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে কিশোরদের দাবি গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী

0
প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে কিশোরদের দাবি গ্রহণ করেছে

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে শিশু-কিশোরদের দাবি গ্রহণ করেছে। তাদের দাবি বাস্তবায়নে সরকারকে সময় দিতে হবে। আমরা দেশকে অন্ধকার থেকে আলোকিত পথে নিয়ে এসেছি।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার বিকেলে শাহবাগের পাঠক সমাবেশে সাংবাদিক সুভাষ সিংহ রায় রচিত ‘রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় চিকিৎসা বিজ্ঞান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সময়ে দেশের কেউ নিরাপদে ছিল না। বর্তমান সরকার সড়কে নিরাপত্তা দেওয়ার জন্যই সরকার নতুন আইন তৈরি করেছে। আইনটি পাস হলেই সড়কে নিরাপত্তা আসবে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার কাজ শুধু সরকারের সমালোচনা করা। এই আন্দোলনে তাদের রাজনৈতিক অশুভ তৎপরতা শুরু করেছিল।

অনুষ্ঠানে এ সময় আরো বক্তৃতা করেন এমিরেটাস অধ্যাপক এ. কে. আজাদ চৌধুরী, লেখক সৈয়দ আবুল মকসুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রমুখ।