ফেনীর ঐতিহ্যবাহী টাউন ফার্মেসীকে গুণতে হলো ৩০ হাজার টাকা জরিমানা

0
ফেনীর ঐতিহ্যবাহী টাউন ফার্মেসীকে গুণতে হলো ৩০হাজার টাকা জরিমানা

সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে শুক্রবার বিকালে ফেনীর ঐতিহ্যবাহী টাউন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ফেনীর বিভিন্ন ফার্মেসিতে সরকারি অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছে একটি অসাধু চক্র। এমনই এক তথ্যের ভিত্তিতে ফেনী শহরের ট্রাংক রোডস্থ খাজা আহমদ সড়কের টাউন ফার্মেসিতে অভিযান হলে সেসময়ে ওই ফার্মেসিতে অনুমোদনহীন বেনামি কোম্পানির ওষুধ পাওয়া যায়। পরে ওই ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস বলেন, ‘আগামীতেও আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’