বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

0
হত্যা খুন murder body লাশ

শনিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে বাসচাপায় নুরালী গাজী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

উপজেলার চন্ডিপুর গ্রামের কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত নুরালী গাজীর পরিচয় সে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে মৃত আমির চাঁদ গাজীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলম সরদার জানান, বৃদ্ধ নুরালী গাজী বাড়ি থেকে বের হয়ে শ্যামনগর বাজারে আসছিলেন। এমন সময় চন্ডিপুর কালভার্টের কাছে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। ওই বাসচালককে আটকের চেষ্টা চলছে।’