বোয়ালখালীতে খালে মিললো মৃত ডলফিন

0
বোয়ালখালীতে খালে মিললো মৃত ডলফিন

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় কর্ণফুলী নদীর শাখা ছন্দারিয়ায় খালে ভেসে উঠেছে একটি মৃত ডলফিন। কিন্তু এরপর সেটিকে ওই খালের পাশেই মাটিচাপা দেয়া হয়। ধারণা করা হচ্ছে, বড় বা শক্ত কোনো কিছুর আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘আজ দুপুরে বোয়ালখালী উপজেলার ছন্দারিয়া খালে একটি মৃত ডলফিন ভেসে ওঠার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোনো বড় বা শক্ত কিছুর আঘাতেই ডলফিনটির মৃত্যু হয়েছে। তবে এটির মৃত্যু হয়েছে কর্ণফুলী নদীতে গেছে। পরবর্তীতে লাশ জোয়ারের পানির সঙ্গে ভেসে খালে চলে এসেছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় সাতফুট দৈর্ঘ্য ও সাড়ে তিনফুট প্রস্থের এই ডলফিনটির ওজন প্রায় ১০০ কেজিরও বেশি হবে। তবে আমরা ডলফিনটিকে উদ্ধারের পরে ওই খালের পাশেই মাটিচাপা দিয়েছি।