ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলা নাটক

0
ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলা নাটক

ইদ মানে নতুন নতুন বাংলা নাটক। প্রতিদিন ভিন্ন স্বাদের নাটকে মজে দর্শক। উৎসবের আবহে সাজে টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব। বাংলা নাটকের গালগপ্পে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম।

ইদ আয়োজনে ইদের দিন মুক্তি পায় নাটক ‘শনির দশা’। পরিচালনায় মহিদুল মহিম। মুক্তির পর দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয় নাটকটি। উঠে আসে ইউটিউব ট্রেন্ডিংয়ে। এবার সেটি জায়গা করে নিয়েছে ভারতের ইউটিউব সাজেশন্সে।

ওপার বাংলার কনটেন্ট ট্রেন্ডিংয়ে সেরা দশে অবস্থান করছে শনির দশা। অপূর্ব, মোহজাবিন অভিনীত নাটকটি বর্তমানে পশ্চিমবঙ্গের ইউটিউব ট্রেন্ডের সপ্তম অবস্থানে রয়েছে। স্বভাবতই উচ্ছ্বাস ঝড়ে পড়লো নির্মাতার কন্ঠে। 

‘আমি সবার আগে দর্শকদের প্রতি কৃতজ্ঞ। তারা ভালোবাসে কাজকে গ্রহণ না করলে এটি সম্ভব হতো না’- এভাবেই কৃতজ্ঞতা জানান পরিচালজ মহিদুল মহিম। নাটকের প্লট গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন হওয়ায় দর্শকরা লুফে নিয়েছে সানন্দে। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে দুই মিলিয়ন।