মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত

0
নেত্রকোনা Netrokona

ঈদের দিন নেত্রকোণার কেন্দুয়ায় মসজিদে জোহরের নামাজ পড়াকে কেন্দ্র থেকে দুপক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত আট জন।

কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দপাড়া গ্রামে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে।

জানা যায়, চান্দপাড়া গ্রামে উত্তরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে মাবুবুল আলমের সঙ্গে গ্রামের শফিক ও কবীর মিয়ার বিরোধ চলছিলো। ঈদের দিন সকালে গ্রামের সকলে মিলে মসজিদে ঈদুল আজহার জামাত আদায় করতে গেলে এক পক্ষ ঈদের নামাজ মসজিদ ও বারান্দায় করার কথা বললে অপরপক্ষ এর বিরোধিতা করে মসজিদ প্রাঙ্গণে করার কথা বলে।

এতে সেসময় সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলেও স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ শেষ করা হয়।

সকালের ঘটনার জেরে এক পক্ষ জোহরের নামাজের আগে মসজিদে তালা লাগিয়ে দেয়। এসময় অপরপক্ষ মসজিদের বারান্দাতেই নামাজ পড়ার প্রস্তুতি নিলে বিরোধীপক্ষের লোকজনও মসজিদে আসেন। এ সময় ঝগড়া সৃষ্টি হলে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘটর্ষে মোট আট জন আহত হন।

ওসি বলেন, সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।