The Usual Suspects.
imdb rating: 8.6 out of 10.
but I will rate it 9 out of 10.
রহস্যে ভরপুর মুভি যারা ভালোবাসেন তাদের জন্যে The Usual Suspects একটা টোটকা।
মুভি প্লট: পুলিশ পাঁচজন লিস্টেড ক্রিমিনালকে বিনা অপরাধে ধরে আটক করে। জেলে বসেই ওরা সিদ্ধান্ত নেয় বের হয়ে এর প্রতিশোধ নেবে। জেল থেকে ছাড়া পেয়ে নিজদের মধ্যে টিম গঠন করে এর প্রতিশোধও নেয়, করতে থাকে একের পর এক অপরাধ। হঠাৎ ওরা জানতে পারে যে, ওদের পাঁচজনকে জেলখানায় আটক করা থেকে শুরু করে এ যাবৎ ঘটা সকল অপরাধ সংঘটিত হয়ে এসেছে কায়জার সুজি নামক একজন গডফাদার এর ইশারায়। ওদের সাথে এসে দেখা করে কায়জার সুজির এসিস্ট্যান্ট কোবায়াশি।
কায়জার সুজির হয়ে ওদের জন্যে একটা নতুন এ্যাসাইনমেন্ট নিয়ে আসে কোবায়াশি।
ব্ল্যাকমেইল করা হয় পাঁচজনকেই। তারপর ঘটতে থাকে একের পর এক উদ্ভট ঘটনা।
পুলিশ অফিসার ডেভ কুজান দায়িত্ব নেন এই মামলা তদন্তের। বের হয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
in the end? trust me, you won’t believe it!
Characters to watch out for: কিটন, ভারবাল স্কট, কোবায়াশি এবং ডেভ কুজান।
নোট: যারা ইতোমধ্যে Se7en দেখেছেন অথচ The Usual Suspect দেখেননি তাদের জন্যে এটা মাস্ট ওয়াচ মুভি। Vice Versa. যারা Se7en এবং The Usual Suspects এর কোনটাই দেখেননি তাঁরা আগে দেখুন The Usual Suspects তারপর Se7en. পুনশ্চ: দুইটাই স্বতন্ত্র মুভি, একটার সাথে অন্যটার কোন সম্পর্ক নেই।
Masud Rana