রাজশাহী ও বরিশালে আ’লীগ, আর সিলেটে বিএনপি এগিয়ে

0
রাজশাহী ও বরিশালে আ'লীগ, আর সিলেটে বিএনপি এগিয়ে

তিন সিটির নির্বাচনে দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়ী হলেও সিলেটে সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখানে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী। এর আগে ভোট শুরুর পর নির্বাচনে কেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্ট বের করে দিয়ে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলে ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

আর বরিশালের ১২৩ ভোট কেন্দ্রের ৯৯টির বেসরকারি ফলে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ৪৪০ ভোট। বিএনপির মজিবর রহমান সারোয়ার পেয়েছেন ১২ হাজার ৭৬৭ ভোট। ৯৯ শতাংশ ভোট পড়ায় বরিশালের ১৬টি কেন্দ্রের ফল স্থগিত ও বাতিল করা হয়েছে। তবে এসব কেন্দ্রে যত ভোট রয়েছে তার চেয়েও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে সাদিক আবদুল্লাহ। তাই বরিশালেও দলটির জয় নিশ্চিত।

এখন পর্যন্ত সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন। ১৩৪ কেন্দ্রের ১১১টির বেসরকারি ফলে আরিফুল পেয়েছেন ৭৬ হাজার ৫০৫ ভোট। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৭১ হাজার ৭৯৭ ভোট।

সিলেটে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত দুটি কেন্দ্রে ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭।