নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। নিহত ইমরান হোসেন বাবু (২৪) উপজেলার চেংজানা গ্রামের শামীমের ছেলে। গতকাল উপজেলার সাহিতপুর বাজারের অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে উপজেলার সাহিতপুর বাজারে অটোচালক ও বাইসাইকেল চালকের মধ্যে সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। বাজারের লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু কিছুক্ষণ পরে আটিগ্রামের বাইসাইকেল চালক দলবল নিয়ে চেংজানা গ্রামের অটোচালক ইমরান হোসেন বাবু ও তার চাচা এখলাছ উদ্দিনের ওপর হামলা করেন। তাদেরকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেন বাবু মারা যায়।
ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চেংজানা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মইন উদ্দিন ওসি কাজী শাহনেওয়াজ। পরবর্তীতে তারা পরিস্থিতি শান্ত করেন।