কক্সবাজারের পেকুয়ায় রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম মো. বাবু (১২)। নিহত বাবু বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা গ্রামের জাকারিয়ার ছেলে।
বুধবার দুপুরের দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারইয়াকাটা স্টেশন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মো. ফোরকানের মালিকানাধীন রিকশার গ্যারেজে ব্যাটারী চালিত রিকশার চার্জের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় কর্মচারী বাবু। সাথে সাথে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বারবাকিয়া ইউনিয়নে রিকশার চার্জ দিতে গিয়ে এক শিশুর মৃত্যু খবর পেয়েছি আমরা। বিষয়টি বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।