লিংকডইন প্রোফাইল আপনার পেশাদারিত্ব প্রকাশ করে। আপনার এক্টিভিটি, কাজ, গবেষণা এবং প্রকাশনার উপর ভিত্তি করে আপনার লিংকড ইন প্রোফাইল আপনার পেশাদারিত্বের সূচিপত্র হিসেবে কাজ করে। একজন এম্পলয়ার কিংবা যে কোম কোম্পানি বা কোন ব্যক্তি যখন একটি নিদৃষ্ট কাজের জন্য কাউকে খুজেন তখন আপনার একটি উর্বর লিংকডইন প্রোফাইল আপনাকে তাদের হাতের কাছে নিয়ে যায়। তাই নিজের লিংকড ইন প্রোফাইল তৈরির ব্যাপারে সচেতন হোন। লজ্জা না পেয়ে যারা অভিজ্ঞ তাদের থেকে সাহায্য নিন।
প্রোফাইল খোলার আগে নজর দিন আপনি কি চাকুরী পাবার জন্য খুলছেন নাকি শেখার জন্য কিংবা নেটওয়ার্কিং এর জন্য। এই তিন ধরনের সুবিধাই আপনি লিংকডইন থেকে পাবেন।
সুবিধা এবং কিভাবে তা অর্জন করতে হবে তা নিয়ে পরের পোস্ট এ লিখব।
আপাতত প্রোফাইল খোলার সময় কি কি মনে রাখবেনঃ
১. নাম সুন্দর করে ( Juel Rana) লিখুন। ছোট বা বড় হাতের করে লিখবেন না।
২. আপনি কি করেন এবং কি করতে চান এটাই সংক্ষেপে বায়োতে প্রকাশ করুন। আপনি গতানুতিক ওমক তমক করতে চাই লিখে প্রোফাইল হালকা করবেন না।
২. শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও শিক্ষা বর্নণা ক্লিয়ার করে লিখুন ( ডিইউ, আর ইউ এভাবে লিখবেন না।
৩. পূর্ব কাজের অভিজ্ঞতা শেয়ার করুন। সেটা যাই হোক তা আপনার এফোর্ট কে প্রকাশ করে। যেমন আমি চায়ের দোকান চালিয়েছিলাম এত দিন সেখানে আমি এই এই এই প্রকার চা বানাইতাম ( উদাহরণ)।
৪. জীবনে লেখা লেখির চেস্ট করে থাকলে তা প্রকাশ করুন। লেখা লেখি থাকলে বোঝা যাবে আপনি অলস নন।
৫. যে ঠিকানা ব্যবহার করবেন তা একেবারে যাচাই করে সুন্দর করে করুন। বাসা চেঞ্জ হবার সময় তা আপডেট করুন।
৬. মোবাইল বা ইমেইল নম্বর প্রকাশ করুন, প্রফেশনাল ইমেইল দিতে পারলে সব থেকে ভালো।
৭. ওমক মিউজিক, তমক মুভি শেয়ার করবেন না। মনে রাখবেন এটা আপনার আর আপনার ভবিষ্যৎ বসের মাঝের টেবিল। এইই টেবিল এ গান বাজানো বেয়াদপি। কিন্তু আপনি যদি মিডিয়া ক্যারিয়ারের হন তবে নিজের কাজ শেয়ার করুন।
৮. বাংলা এবং ইংরেজি উভয় ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করুন।
৯. কানেকশন রিকুয়েস্ট করার সময় ভদ্রতা মুলক ম্যাসেজ প্রদান করুন।
১০। প্রোফাইল এ আপনার স্কিল যোগ করুন।বিভিন্ন ট্রেনিং ও পরিক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহনের ইতিহাস থাকলে তা যোগ করুন।
লিংকডইন প্রোফাইল বানিয়ে দেবার অনেক ধাপ্পাবাজ আছে বাংলাদেশে তাদের ব্লক মারুন।
পরবর্তী ফ্রি পোস্টের জন্য অপেক্ষা করুন। বন্ধুকে জানানো দরকার মনে করলে ট্যাগ মারুন। অনেক কে জানাতে শেয়ার মারুন।