শচীনকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি

0
শচীনকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলি

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে গেলেও, দুই ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৪৯ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রানের লড়াকু দুইটি ইনিংস খেলেন তিনি।

ভারতীয় দলের অধিনায়ক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠেছেন। সপ্তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

এর আগে ২০০১-র জুনে শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকর। এছাড়া রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ ও দিলীপ বেঙ্গসরকারও এই কৃতিত্ব অর্জন করেন।

এই প্রথম টেস্ট ক্যারিয়ারে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন কোহলি। তার আগে শীর্ষে ছিলেন বল-বিকৃতির দায়ে নির্বাসিত হওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। এখন তার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে আছেন ভারতের অধিনায়ক। কোহলির রেটিং পয়েন্ট ৯৩৪। যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।