শুক্রবার রোহিঙ্গাদের জন্য সৌদি থেকে ত্রান পৌঁছবে চট্টগ্রামে

0

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সৌদি আরবের মানবিক সাহায্য নিয়ে জাতিসংঘের মাইগ্রেশন এজেন্সি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইএমও) একটি বিমান আগামীকাল চট্টগ্রামে পৌঁছবে। আজ আইএমও’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ‘আইএমও-র মাধ্যমে বোয়িং৭৪৭ উড়োজাহাজ ১শ’ টন তাঁবু, বিছানার মাদুর, কম্বল ও খাদ্যের ঝুড়ি নিয়ে আজ সৌদি আরবের রিয়াদ ত্যাগ করবে এবং শুক্রবার বেলা ২টায় চট্টগ্রাম পৌঁছবে।

শুক্রবার রোহিঙ্গাদের জন্য সৌদি থেকে ত্রান পৌঁছবে চট্টগ্রামে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সহিংসতার কারণে কক্সবাজারে পালিয়ে আসা ৪ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গার জন্য এই অনুদান দিয়েছে।
আইএমও বাংলাদেশ এই সাহায্য-সামগ্রী গ্রহণ করবে এবং তা ৪ লাখেরও বেশি রোহিঙ্গার মধ্যে বিতরণ করবে।

আইএমও’র পরিচালক (অপারেশন্স অ্যান্ড ইমারজেন্সিজ) মোহাম্মদ আবিদকের বলেন, তাদের (রোহিঙ্গা) মধ্যে অনেক পরিবার এখনও খোলা আকাশের নিচে রয়েছে এবং খাদ্য ও বিশুদ্ধ পানি পাচ্ছে না। আমরা আশা করছি এই সাহায্য ৮৫০টি পরিবারকে তাঁবু, মাদুর দিয়ে বসবাস করা ও দৈনন্দিনের বৃষ্টি ও অত্যধিক গরম থেকে রক্ষা করবে।

এসব সাহায্য-সামগ্রী বিতরণ তদারকীর জন্য কেএসরিলিফের আরজেন্ট এইড বিভাগের পরিচালকের নেতৃত্বে দুইজন সিনিয়র অ্যাসিস্টেন্ট ও একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশে আসবেন। প্রতিনিধিদল কক্সবাজারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং কেএসরিরিফ থেকে আরও সাহায্যের বিষয় সম্পর্কে জানাবে।

নতুন ২ হাজার একর স্থানে শরণার্থী শিবির স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার আইএমও ও অন্যান্য এজেন্সিসমূহের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যেখানে নতুন আগতদের মধ্যে সহজে সাহায্য ও মৌলিক সেবা প্রদান সম্ভব হয়। পরিকল্পনাবিদ ও প্রকৌশলীগণ ইতোমধ্যে রাস্তা ও লে-আউট নিয়ে কাজ করছেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইএমও টিম যৌন, প্রজনন, মাতৃ ও শিশুস্বাস্থ্য, মানসিক ও মনোসামাজিক সেবাসহ শরণার্থীদের জরুরি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে