সপ্তাহে চারদিন খোলা থাকছে নির্দিষ্ট সংখ্যক ব্যাংক

0
সচল হলো ইএফটি সেবা, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত

ইনসাইড ডেস্ক

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর কঠোর লকডাউনে মধ্যে সপ্তাহে চার দিন খোলা থাকবে ব্যাংক। লেনদেন চলবে প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা।

আজ থেকে শুরু হওয়া লকডাউনের বিধিনিষেধ আরোপের পর বুধবার বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ করে।

নির্দেশনায় বলা হয়, লকডাউন চলাকালীন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববারও বন্ধ থাকবে ব্যাংক।

ছুটির দিন ও রোববার ছাড়া অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা অবধি ব্যাংকে লেনদেন চলবে। তবে লেনদেন পরবর্তী কাজের জন্য ৩টা অবধি ব্যাংক খোলা রাখা যাবে।

তবে ১ জুলাই ব্যাংক হলিডে এবং তার পরবর্তী দুদিন ছুটি হওয়ায় এবং এরপর রোববার হওয়ায় আগামী চার দিন দেশের সকল ব্যাংক বন্ধ থাকছে।

এছাড়া পুঁজিবাজারেও সকাল ১০টা থেকে দুপুর ১টা অবধি চলবে লেনদেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রতিটি জেলা সদর ও উপজেলা সদরে কমপক্ষে একটি শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বেসরকারি ব্যাংকগুলোকে জেলা সদরে একটি এবং এর বাইরে সর্বোচ্চ দুটি শাখা খোলা রাখতে পারবে বলে জানানো হয়েছে।

লকডাউন চলাকালে যে সব শাখা বন্ধ থাকছে সে সব শাখার গ্রাহক খোলা রাখা শাখার মাধ্যমে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

লকডাউনে চাকরির জন্য বাইরে বের হলে ব্যাংক কর্মকর্তা/কর্মচারীদের চলাচলের সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।