শনিবার সকালে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর থেকে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এসএম শহীদুর রহমান জানান, অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি কালিহাতীর পৌলী এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এর ফলে গাড়ির স্বাভাবিক গতি কমে যায়।
এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কে চারলেনের কাজ শুরু হওয়ায় মহাসড়কের একপাশ বন্ধ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছে।ফলে শনিবার সকাল থেকে মহাসড়কে ৩০কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে।