৬০ লক্ষ টাকা দিয়েও সিডিউল মিলছেনা শাকিবের

0
শাকিব

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নায়ক শাকিব খান। এজন্য তিনি পারিশ্রমিক ৬০ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু এখন আর ছবিটি শাকিব খান করতে পারছে না বলে জানিয়েছেন শাকিবেরই ঘনিষ্ঠ এক সূত্র। এই ছবিতে এরই মধ্যে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের পরী মণি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল নায়িকা পরী মণির।
শাকিব
শাকিব খান গত ১ এপ্রিল থেকে স্কটল্যান্ডে ‘ভাইজান এল রে’ ছবির শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জি। আগামী ২০ তারিখ পর্যন্ত সেখানে শুটিং করার কথা রয়েছে তাঁর। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার শ্রাবন্তী।

শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘স্কটল্যান্ড যাবার দুদিন আগে পরিচালক দীপঙ্কর দীপনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাকিব। সেই ছবিটি তিনি ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু গতরাতে শাকিব আমাকে ফোন করেছিলেন, তিনি জানিয়েছেন দীপঙ্কর দীপনের ছবিতে তিনি কাজ করছেন না। ঢাকায় এসে টাকা ফেরত দেবেন।’

কেন ছবিটি করছেন না জানতে চাইলে ইকবাল বলেন, ‘আসলে শাকিব খান এখন শিডিউল জটিলতায় ভুগছেন। স্কটল্যান্ড যাবার আগে হঠাৎ করেই তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু দেশের বাইরে যাওয়ার পর শিডিউল মেলাতে গিয়ে দেখেন তিনি এখন এই ছবির জন্য সময় দিতে পারছেন না। বাংলাদেশে কয়েকটি ছবি রয়েছে, আবার কলকাতার বেশ কয়েকটি ছবি রয়েছে। এগুলো করার পর এই ছবির জন্য তিনি সময় বের করতে পারবেন না।’

ইকবাল আরো বলেন, ‘অনেকেই মনে করেনে আমাদের দেশের ছবি পিছিয়ে যাচ্ছে, আসলে তা নয়, যেখানে আগে একটি ছবির বাজেট থাকতো ৬০ লক্ষ, এখন শাকিব খান পরিশ্রমিকই নিচ্ছেন সেই পরিমাণ টাকা। ছবি যদি না চলতো, ভালো না হতো, তা হলে কেউ তাকে এতো টাকা দিয়ে নিতো না। এখন দেখা যাচ্ছে, ৬০ লক্ষ টাকা দিয়েও সিডিউল মিলছে না শাকিবের।’

এবিষয়ে দীপঙ্কর দীপনের সাথে কথা হয়েছে কিনা জানতে চাইলে ইকবাল বলেন, ‘আসলে এই বিষয়ে এখনও আমি দীপনের সাথে কথা বলিনি। সময় করে উনার সাথে কথা বলবো।’