বাংলাদেশ ও প্রতিবেশি ভারতের মধ্যকার বিগত দিনগুলোর সম্পর্ক বিষয়ে আজ মঙ্গলবার থেকে বসছে বাংলাদেশ-ভারত মিডিয়া সংলাপ। আলোচনায় অংশ নিবেন দুই দেশের গণমাধ্যমকর্মীরা। সোমবার রাতে রাজধানীর রেডিসান ব্লু হোটেলে এর উদ্বোধন করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর উদ্বোধন করেন।
এ বিষয়ে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রতিবেদককে জানান, গত ৯ বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে কি কি উন্নতি হয়েছে সি বিষয়ে আলোচনা হবে। এই আলোচনায় অংশ নিবে কেবল সাংবাদিকরাই। আলোচনার মূল বিষয় থাকবে অতিতের সম্পর্ক ও আগামী দিনের সম্ভাবনা নিয়ে। ৩টি সেশনের এই ডায়ালগের প্রথম সেশনের বিষয়বস্তু হলো দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে। ২য় সেশনে অর্থনীতি নিয়ে আলোচনা হবে। ৩য় সেশনে থাকবে দুই দেশের নিরাপত্তা ইস্যু।
তিনি আরো জানান, যেহেতু সাংবাদিকরা সব কিছু সামনে থেকে দেখেছে তাই শুধু তারাই আলোচনা করবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বিগত দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। স্বাধীনতার সময়, বিগত ৯ বছরে মানমোহন সিং ও মোদি সরকার যেভাবে বাংলাদেশ ও তার সরকারের পাশে ছিলেন সে বিষয়টি স্মৃতিচারণ করেন। এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে দুই দেশের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।