আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!

0

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

আগামী সেপ্টেম্বর মাস থেকে সর্বসাধারণের জন্য চালু হতে যাচ্ছে মহাকাশ পর্যটন। পৃথিবী থেকে পর্যটনের সুযোগ দেওয়া হবে মহাকাশে যাওয়ার।

জানা গেছে, মহাকাশচারী হওয়ার জন্য লাগবে না বিশেষ দেশের নাগরিকত্ব, বয়স বা কঠিন কোনো প্রশিক্ষণও। তবে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এরকম মানুষরাই এ সুযোগ পাচ্ছেন।

স্পেস-এক্স গত বুধবার এক বিবৃতিতে জানায়, ‘সেপ্টেম্বর মাস থেকেই তারা মহাকাশ পর্যটনের যাত্রা শুরু করছে। এই পর্বের ভ্রমণের জন্য মহাকাশযান তৈরি থেকে শুরু করে জ্বালানির খরচের অনেকটাই বহন করবেন ধনকুবের জারেড আইজ্যাকম্যান।

আগামী বছরেও একই ধরণের আরেকটি মহাকাশ ভ্রমণের ব্যবস্থা করা হবে বলে বিবৃতিতে জানায় স্পেস এক্স। এজন্য স্পেস এক্স ‘অ্যাক্সিয়ম স্পেস’ নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে। তবে এই মহাকাশ ভ্রমণের টিকেটের মূল্য অনেক বেশি। মহাকাশযান ব্যবহার করে যাওয়া-আসা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার খরচ বাবদ প্রত্যেক পর্যটককে গুনতে হবে প্রায় সাড়ে ৫ কোটি ডলার।