প্রসঙ্গ:- মৃত ঘোষিত ব্যক্তির জেগে ওঠা (Lazarus syndrome)
মৃত ঘোষণার পরও কি জেগে ওঠা সম্ভব? মর্গে নেবার পরও কি স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব?
আসুন, একটু হিস্ট্রি দেখি।
. 1996 সালের 31 শে ডিসেম্বর Daphine নামক ভদ্রলোক ড্রাগ ওভারডোজের কারণে ইংল্যান্ডে মারা যান, মৃত ঘোষণার 34 ঘন্টা পরও তাকে মর্গে নাক ডাকতে দেখা যায়!
. UK তে 27 বছর বয়স্ক ব্যক্তি হিরোইন এবং কোকেন মাদকের কারণে মৃত্যুবরণ করেন। তাকে CPR এবং DC shock দেবার পর মৃত ঘোষণা করা হয়। সবাইকে তাক লাগিয়ে তিনি উঠে দাঁড়িয়ে যান এবং হেঁটে বাড়ি ফিরেন।
. UK তে 66 বছর বয়স্ক ব্যক্তি Cardiac arrest এ মৃত্যুবরণ করেন, তাঁকে 17 মিনিট ধরে CPR এবং DC shock দেবার পর মৃত ঘোষণা করা হয়। তিনিও জেগে ওঠেন।
. 2002 সালে journal forensic science এর তথ্য মতে 65 বছর বয়স্ক জাপানী ব্যক্তিকে মৃত ঘোষণা করে মর্গে পাঠানোর পর তিনি নাড়াচাড়া শুরু করেন ও অতিরিক্ত চারদিন বাঁচেন।
. USA তে 61 বছর বয়স্ক Judith Johnson নামক ব্যক্তি Beebe Medical center কর্তৃক মৃত ঘোষিত হবার পর মর্গে নড়াচড়া শুরু করেন ও তাকে শ্বাস নিতে দেখা যায়।
. Michel Wilkinson নামক ব্যক্তি 2009 সালের পহেলা ফেব্রয়ারী Royal Preston Hospital এ মৃত ঘোষিত হন। তিনি তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে নড়েচড়ে ওঠেন এবং আরো দুই দিন বেঁচে ছিলেন।
আশ্চর্য্য হচ্ছেন?
1982 সাল থেকে অদ্যোবধি এরকম 38 টা কেইস UK এবং USA তেই নথিভুক্ত হয়েছে যারা মৃত ঘোষণার পরও জীবনের চিহ্ন দেখিয়েছেন।
ব্যাখ্যা:- Defibrillator (ইলেকট্রিক শক) , CPR (বুক চেপে এবং ব্যাগের মাধ্যমে অক্সিজেন দেয়া) , adrenaline drug শিরায় দেয়া, পটাশিয়াম বেড়ে যাওয়া, septicaemia এগুলো Larazus syndrome করতে পারে।
লেখা: ডা: আসিফ উর রহমান
বিশেষজ্ঞ চিকিৎসক আইসিইউ এন্ড ক্রিটিক্যাল কেয়ার