মৃত সন্তান জন্ম দেওয়ার পরের দিন বিদায় নিলেন মা-ও

0
কুষ্টিয়া Kushtia

মৃত সন্তান জন্ম দেওয়ার পর এবার করোনা আক্রান্ত মায়েরও মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার রাতে মৃত সন্তান প্রসব করার পর শুক্রবার দুপুরে মারা যান মা রহিমা খাতুন। সাত মাসের অন্তঃসত্ত্বা রহিমার এক সপ্তাহ আগে করোনা পজিটিভ হলে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর স্বামী আশরাফুল আলম মৌসুমী ব্যবসায়ী। এছাড়া রহিমা মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০ জুলাই রহিমার শরীরে জ্বরসহ করোনার কিছু উপসর্গ দেখা দিলে পরে ২৩ জুলাই তাকে হাসপাতালে নেওয়া হয়। নমুনা দেওয়ার পর রহিমার করোনা পজিটিভ শনাক্ত হলে তাকে দ্রুত ওয়ার্ডে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়। তারপর থেকে বেশির ভাগ সময়ই তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ রহিমা খাতুন পেটে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে হাসপাতালের গাইনি চিকিৎসক সুস্মিতা পাল ও মনোরমা সরকারকে জানানো হয়। এরপর ব্যথা তীব্র হওয়ায় তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আয়োজন করা হয়।

এদিকে তাৎক্ষণিকভাবে নার্স ও আয়ারা ওয়ার্ডের ভেতর কাপড় দিয়ে ঘিরে তার প্রসব করানোর চেষ্টা করা করলে কয়েক মিনিটের মধ্যে মৃত পুত্রসন্তান প্রসব করেন রহিমা। এ নিয়ে হাসপাতালের পেয়িং ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক তাসমিনা তাবাসসুম জানান, করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের চিকিৎসা দেওয়া একটু কঠিন। প্রসূতির শরীরে অক্সিজেনের মাত্রা শুক্রবার সকালে ৫৫ থেকে ৬০ এ ওঠানামা করায় তাকে কেন্দ্রীয় অক্সিজেন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলায় অক্সিজেন দেওয়া হচ্ছিল।