বরিশালে পানিতে পড়ে দুই মৃগী রোগীর মৃত্যু

0
বরিশাল Barishal

শুক্রবার রাতে বরিশাল উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি ও তাঁরাকুপি গ্রামে গৌরনদীতে পুকুর ও খালের পানিতে পড়ে দুই মৃগী রোগীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- শিপন চাপরাশী (২৩) ও হৃদয় ফকির (২২)।

প্রত্যক্ষদর্শীদর থেকে জানা যায়, উপজেলার কটকস্থল গ্রামের মোসলেম ফকিরের ছেলে ও টরকী বন্দর বেসরকারি জীবন বীমা পপুলার অফিসের কর্মচারী হৃদয় ফকির তার মামার বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাঁরাকুপি গ্রামের বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার পাশের খালে পড়ে নিখোঁজ হন। তিনি একজন মৃগী রোগী ছিলেন।

পরে বাসায় ফিরতে দেরি হওয়ায় স্বজনরা হৃদয়ের মোবাইলে কল করলে এ সময় রাস্তার ঢালে পড়ে থাকা ফোনটির রিং বাজতে দেখে এক পথচারী তা রিসিভ করেন ও পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে ঘটনাস্থল শনাক্ত করেন।

পরবর্তীতে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হুদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার বাউরগাতি গ্রামের হালিম চাপরাশীর ছেলে দিনমজুর শিপন চাপরাশী শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পুকুরে ওজু করতে গিয়ে অসুস্থ হয়ে পুকুরের পানিতে পড়ে যান। তিনিও মৃগী রোগী ছিলেন বলে জানা যায়।

পরে রাত ৯টার দিকে তার বড় ভাই মামুন চাপরাশী পুকুরে হাত-পা ধুতে গিয়ে পায়ের সেন্ডেল দেখে শিপনকে অনেক খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে স্বজনরা মিলে রাত সোয়া ৯টার দিকে শিপনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

এ দুটি বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন সাংবাদিকদের জানান, দুই মৃগী রোগী পানিতে পড়ে মারা যাওয়ার খবর পেয়ে পৃথক দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুব দ্রুতই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।