প্রায় তিন কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের চাকরির আবেদনপত্র

0
প্রায় তিন কোটি টাকায় বিক্রি হলো স্টিভ জবসের চাকরির আবেদনপত্র

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস সারা জীবনে মাত্র একবারই আবেদন করেছিলেন চাকরির জন্য। এবার সেই আবেদনপত্রটি নিলামে বিক্রি হলো ৩ লাখ ৪৩ হাজার ডলার যা বাংলাদেশী অংকে ২ কোটি ৮৫ লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ১৯৭৩ সালে ১৮ বছর বয়সে চাকরির জন্য চেষ্টা করেছেন স্টিভ জবস। আবেদনপত্রটি তিনি হাতে লিখেছিলেন। সেখানে নিজের ড্রাইভিং লাইসেন্সেরও উল্লেখ করেছেন। যদিও তাতে ফোন নম্বরের কোনো উল্লেখ ছিল না।

পূর্বে জবসের এই চাকরির আবেদনপত্রটি নিলামে ওঠে নিউইয়র্কের বোনহামসে। এতেই শেষ নয়, পরবর্তীতে কয়েকবার মালিকানা বদল হতে থাকে এই আবেদনপত্রের। চলতি বছর মার্চেও একবার এই আবেদনপত্রটির নিলাম হয়েছিল। তখন সেটির দাম উঠেছিল ১ লাখ ৬২ হাজার পাউন্ডে কিন্তু এবারের নিলামের একটি বিশেষত্বও ছিল। এবার শুধু স্টিভ জবসের আবেদনপত্রের আসল কপিটিইও শুধু নয়, নন-ফাঙ্গিবল টোকেনেও সেটি বিক্রি করা হয়ে হচ্ছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিচে আবেদনপত্রটি:

স্টিভ জবসের হাতে লেখা চাকরির আবেদন