বাংলাদেশের আইটি জবে আইডিবি থেকে প্রফেশনাল ট্রেনিং গ্রহণ করা কর্মীদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তির সকল ক্ষেত্রে আইডিবির প্রশিক্ষন পাওয়া শিক্ষার্থীরা সফলতার সাথে যোগ্যতার প্রমাণ রাখায় সৃষ্টি হয়েছে একটি আস্থার পরিবেশ।
সুবিধা বঞ্চিত মুসলিম যুবকদের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ক্যারিয়ার গড়েদিতে ২০০৩ সাল থেকে IDB-BISEW সম্পূর্ণ বিনামূল্যে প্রফেশনাল ডিপ্লোমা প্রশিক্ষণ দিয়ে আসছে।
এ প্রজেক্টের অধীনে ১১ থেকে ১৩ মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া বিষয়গুলো হলো আর্কিটেকচারাল এন্ড সিভিল ক্যাড, ডেটাবেজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সি#ডট নেট, জেটুইই, গ্রাফিক্স এ্যানিমেশন এন্ড ভিডিও এডিটিং, নেটওয়ার্কিং টেকনোলজি এবং ওয়েব প্রেজেন্স সল্যুশনস এন্ড ইমপ্লিমেন্টেশন বিষয়ে।
সল্প মেয়াদী কোর্স হলেও এখানে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় সিএসই, বুয়েট, কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদেরও চ্যালেঞ্জ করছে। আইডিবির তার সিলেবাস এবং পাঠদান কৌশল এমনভাবে সাজিয়েছে যেন শিক্ষার্থীরা পাশকরে কর্মক্ষেত্রে গিয়ে সংগে সংগে আউটপুট দিতে পারে।
আড়াই থেকে তিন লক্ষ টাকার এই স্কলারশিপ পাওয়ার পর একজন শিক্ষার্থীকে প্রচুর পরিশ্রম করে টিকে থাকতে হয় কারন এই স্কলারশিপের নিয়ম-কানুন অনেক কঠিন। পুরা কোর্সের সময় কালে মাত্র ৫ দিন অনুপস্থিতিতেই স্কলারশিপ বাতিল বাতিল হয়ে যায়। পরীক্ষায় ফেল করলেও একই অবস্থা। ২ ঘন্টা লেকচার আর ২ ঘন্টা প্যাক্টিকাল ক্লাস সপ্তাহে পাচ দিন। প্রতিবছর তিনটা ব্যাচের প্রতিটিতে প্রায় ২৫০ থেকে ৩৫০ করে স্টুডেন্ট প্রশিক্ষণ দিয়ে আইডিবি-বিআইএসইডাব্লুউ আনুমানিক ৮ হাজার আইটি কর্মী তৈরি করেছে।
আইডিবির এইসব শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লেও তাদের মধ্যে রয়েছে এক শক্তিশালী যোগাযোগ, সম্প্রীত, ভালোবাসা, আবেগ। ফেসবুকে আইডিবি আইটি স্কলারশিপ গ্রুপেই রয়েছে তাদের সাবেক বর্তমান স্টুডেন্টের এক দারুণ মিলনমেলা। ৭ হাজার প্লাস মেম্বারের এই গ্রুপে তারা তাদের অনুভূতি, সমস্যা, পরামর্শ, সাহায্য এবং মতামত একে অপরের সাথে শেয়ার করে থাকে।