২০ টন সার মজুতে জরিমানা হল ব্যবসায়ীর

0
২০ টন সার মজুতে জরিমানা হল ব্যবসায়ীর

লক্ষ্মীপুর জেলার রামগতিতে নিয়ম বহির্ভূতভাবে ২০ টন সার দোকানে মজুত করার অপরাধে বিটুল চন্দ্র সাহা নামের এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন এ আদেশ দেন। এসময় বিটুলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সারবোঝাই একটি ট্রাক বিটুলের দোকানের সামনে আসে। পরে ট্রাক থেকে ৪০০ বস্তায় ২০ টন সারের মধ্যে ১৩০ বস্তা সার ওই দোকানে রাখা হয়। ক্ষুদ্র পরিবেশকের দোকানে একসাথে ২০ টন সার মজুত করা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহ তৈরী হয়। এতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিনকে বিষয়টি অবহিত করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাকে অর্থদণ্ড প্রদান করেন।

পরিবেশক বিটুল চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, আমি আহাদুর রহমানের প্রতিনিধি। আমার দোকানে কোনো সার ছিলো না। এখন সারের মৌসুম চলছে। এজন্য আহাদুর রহমানের ভাই ইয়াসিন রহমান মাসুদ চাঁদপুর থেকে সার নিয়ে আমার জন্য পাঠিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী গণমাধ্যমকে বলেন, আমি যাওয়ার আগেই ট্রাক থেকে ১৩০ বস্তা নামানো হয়েছে। বাকি ২৭০ বস্তা সার না নামাতে নির্দেশ দেয়া হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন জানান, নিয়ম বহির্ভূতভাবে সার আমদানী করায় পরিবেশক বিটুলকে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে শোকজও করা হয়েছে।