বিমানে নাশকতার পরিকল্পনা: পাইলটসহ ৪ ‘জঙ্গি’ আটক

0
পাইলটসহ ৪ ‘জঙ্গি’ আটক

রাজধানীর দারুসসালাম ও পল্লবী থেকে বিমান নিয়ে নাশকতার অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব ৪। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

পাইলটসহ ৪ ‘জঙ্গি’ আটক

র‍্যাব ৪ ও র‍্যাব-এর আইন ও গণমাধ্যমে শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত চারজন হলেন সাব্বির, আলম, আসিফ এবং সুলতানা পারভীন। এদের মধ্যে সাব্বিরকে পল্লবী থেকে অপর তিনজনকে দারুসসালাম থেকে আটক করেন র‍্যাব ৪ সদস্যরা। সাব্বির বিমানের ফার্স্ট অফিসার (বিমানচালক) বলে জানায় র‍্যাব। তবে আটককৃতরা কোন বিমানে নাশকতার চেষ্টা করছিল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তারা। তবে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা করেন তারা।

সাব্বির দারুসসালামে সর্বশেষ জঙ্গি অভিযানে নিহত আব্দুল্লাহর সহযোগী বলে জানিয়েছে র‍্যাব। এ ব্যাপারে বিকাল ৪টার সময় র‍্যাব ৪-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে