রবি চালু করলো ‘মাইপ্লে’ গেমিং প্লাটফর্ম

0
রবি চালু করলো ‘মাইপ্লে’ গেমিং প্লাটফর্ম

মোবাইল ফোন অপারটের রবি ২১ হাজারেরও বেশি গেমসম্বলিত গেমিং প্লাটফর্ম ‘মাইপ্লে’ চালু করলো। রাজধানীর একটি হোটেলে রবি ও গ্যাক মিডিয়ার পার্টনারশিপে  এই গেমিং প্লাটফর্মটির উদ্বোধন করা হয়।

রবি চালু করলো ‘মাইপ্লে’ গেমিং প্লাটফর্ম

সকল রবি ও এয়ারটেল গ্রাহকরা অ্যাপ, ওয়াপ বা ওয়েব’র মাধ্যমে গেমিং প্লাটফর্ম ‘মাইপ্লে’ উপভোগ করতে পারবেন। এই প্লাটফর্মটিতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, রেসিং, পাজল, আর্কেড, স্পোর্টস ও স্ট্রাটেজিসহ আরো নানা ধরণের গেম আছে। মাইপ্লে প্লাটফমর্টির বড় সুবিধা হলো এর মাধ্যমে অনলাইনে অথবা গেম ডাউডলোড করে দুভাবেই খেলা যাবে।

রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হওয়ার যাত্রায় মাইপ্লে গেমিং প্লাটফর্ম এক গুরুত্বপূর্ণ সংযোজন। একীভূতকরণের পর সফলভাবে রবি ও এয়ারটেল’র নেটওয়ার্ক সমন্বয়ের মাধ্যমে রবি ও এয়ারটেল উভয় গ্রাহকের কাছে দেশের বৃহত্তম গেমিং প্লাটফর্মে পৌঁছে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস স্থানীয় গেম ডেভলপারদের অবদানে সমৃদ্ধ এই প্লাটফর্মটি সব শ্রেণীর গ্রাহকের জন্য উপযোগী এবং প্লাটফর্মটিতে আমরা ব্যাপক সাড়া পাব বলে আশাবাদী।

এ প্রসঙ্গে গ্যাক মিডিয়া (বিডি) লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর সাবিরুল হক বলেন, গুরুত্বপূর্ণ এই পদক্ষেপে রবি ও এয়ারটেলর সাথে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাইপ্লে স্টোরের মাধ্যমে আমরা শুধু আন্তর্জাতিক টপ গেমগুলোর প্রতি দৃষ্টি দেইনি, পাশপাশি স্থানীয় গেম ডেভলপারদেরও যুক্ত করেছি। প্লাটফর্মটি ব্যবহারকারী ও ডেভলপার উভয়ের জন্য একটি নতুন যুগের সূচনা করল।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে